আফগানিস্তানে বন্দুকধারীদের হামলায় রেডক্রসের ৬ কর্মী নিহত হয়েছে। এ সময় আরো দু’জনকে অপহরণ করা হয়। বুধবার আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ জাওঝানে এ হামলার ঘটনা ঘটে। রেডক্রসের সদর দপ্তর থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। বিবিসির খবরে জঙ্গিগোষ্ঠী আইএস এ হামলার সঙ্গে জড়িত থাকার কথা বলা হলেও এখন পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়নি।
জাওঝান প্রদেশের গভর্নর সংবাদ মাধ্যম বিবিসিকে জানায়, বুধবার দুপুরের দিকে কুশটেপা এলাকায় রেডক্রসের কর্মীরা গুলিতে নিহত হয়। রেডক্রসের কর্মীরা সম্প্রতি তুষার ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ নিয়ে যাচ্ছিল। আফগানিস্তানে তালেবানদের মূল টার্গেট রেডক্রসের কর্মীরা। এরআগে ২০১৩ সালে জালালাবাদে আফগানিস্তানে রেডক্রসের মূল দপ্তর তালেবান হামলার স্বীকার হয়েছিল। অন্যদিকে ২০১৫ সাল থেকে আফগানিস্তানে আইএসের জঙ্গিরা সক্রিয়। তারা ইতোমধ্যে পূর্বাঞ্চলীয় প্রদেশ ও কাবুলে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটিয়েছে।