সহকারী রেফারির সঙ্গে অসৌজন্যমূলক আচরণের দায়ে আন্তর্জাতিক ফুটবলে চার ম্যাচ নিষিদ্ধ হয়েছেন লিওনেল মেসি। বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে ১-০ গোলে জেতা ম্যাচে মেসির আচরণের জন্য এই শাস্তি দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। পাঁচবারের বর্ষসেরা ফুটবলারকে ১০ হাজার সুইস ফ্রাঁ জরিমানাও করা হয়েছে। চিলির বিপক্ষে পেনাল্টি থেকে মেসির গোলেই জেতে আর্জেন্টিনা। ম্যাচের শেষ দিকে মেসির বিরুদ্ধে ফাউলের নির্দেশ দেয় রেফারি। এরপর লাইন্সম্যানকে লক্ষ্য করে বার্সেলোনার তারকা এই ফরোয়ার্ডকে হাত নেড়ে ক্ষোভ প্রকাশ ও চিৎকার করতে দেখা যায়। ম্যাচ শেষে এই অফিসিয়ালের সঙ্গে হাত মেলাতেও অস্বীকৃতি জানান আর্জেন্টিনা অধিনায়ক।
ম্যাচের প্রতিবেদনে অবশ্য ঘটনাগুলোর কথা উল্লেখ করেননি রেফারি। তবে ভিডিও ফুটেজ দেখে ২৯ বছর বয়সী এই খেলোয়াড় কোনো আপত্তিজনক কথা বলেছে কি-না এ ব্যাপারে ম্যাচ অফিশিয়াল ও আর্জেন্টিনা ফুটবল সংস্থার কাছে জানতে চায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। মঙ্গলবার ফিফা জানায়, ওই ঘটনার সময় মেসি সহকারী রেফারির উদ্দেশে অপমানজনক কথা বলে। নিষেধাজ্ঞার কারণে লা পাসে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত দুইটায় বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে খেলতে পারবেন না মেসি। তার বাকি তিন ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হবে বিশ্বকাপ বাছাইপর্বের পরের ম্যাচগুলোয়।