ইতালিতে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪০ জনে। আহত হয়েছেন ৩৬৮ জন। জীবতদের খোঁজে কাজ করছে ৪৩০০ উদ্ধারকর্মী উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে বিবিসি। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। হতাহতদের মধ্যে অনেকেই শিশু রয়েছে। স্থানীয় সময় রাত সাড়ে ৩টার দিকে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রোম শহর থেকে ৬৫ মাইল উত্তর-পূর্বে। গভীরতা ছিল ১০ কিলোমিটার এবং এর স্থায়িত্ব ছিল প্রায় ২০ সেকেন্ড।
ভূমিকম্পে আমাত্রিস শহরে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। আমাত্রিসের মেয়র জানিয়েছেন, শহরের অর্ধেকই ধ্বংস হয়ে গেছে। শহরের ভেতরের ও বাইরের যোগাযোগের রাস্তা বিচ্ছিন্ন হয়ে গেছে। ধ্বংসস্তূপের নীচে আটকা পড়েছেন অনেক মানুষ। ভূমিধস ঘটেছে এবং একটি ব্রিজও ভেঙে পড়েছে।