জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে শিল্পোন্নত সাত জাতি গ্রুপের শীর্ষবৈঠকে অংশগ্রহণের জন্য ইতালি’র উদ্দেশ্যে রওনা হয়েছেন। এই শীর্ষবৈঠক হবে জার্মানি’র চ্যাঞ্চেলর অ্যাঙ্গেলা মেরকেল’এর জন্য ১২তম, মি: আবে’র জন্য ষষ্ঠতম এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন সহ অন্য ৪ জন নেতার জন্য প্রথম শীর্ষবৈঠক।
মি: আবে জলবায়ু পরিবর্তন, শরণার্থী এবং অভিবাসী সংক্রান্ত বিভেদ সৃষ্টিকারী বিষয় নিয়ে যখন নেতারা আলোচনা করবেন তখন সেতুবন্ধন হিসেবে কাজ করার প্রত্যাশা করছেন। জাপানি নেতার পৃথক পৃথকভাবে মি: ট্রাম্প এবং মি: ম্যাক্রন’এর সাথেও বৈঠক করার কথা রয়েছে।
সূত্র: এনএইচকে ওয়ার্ল্ড বাংলা