নেইমার আবারও গোলহীন; টানা দ্বিতীয় ম্যাচেও জয় পেল না অলিম্পিক ফুটবলের অধরা সোনা জয়ের মিশনে নামা ব্রাজিলও। এবার ইরাকের সঙ্গে গোলশূন্য ড্র করেছে স্বাগতিকরা পাঁচবার বিশ্বকাপ ও তিনবার ফিফা কনফেডারেশন্স কাপ জিতলেও কখনও অলিম্পিক ফুটবলে সাফল্য পায়নি ব্রাজিল। সে সাফল্যের খোঁজে এবার ব্রাজিলের যাত্রা শুরু ‘এ’ গ্রুপের ম্যাচে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ড্র দিয়ে। শুরুর ওই ম্যাচেও গোল পাননি বার্সেলোনার হয়ে লা লিগার গত মৌসুমে ২৪বার লক্ষ্যভেদ করা নেইমার।
