আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, এখন থেকে ইরানের একটি গুরুত্বপূর্ণ বন্দর সংস্কার ও পরিচালনা করবে তার দেশ। এ বিষয়ে সোমবার ভারত, আফগানিস্তান ও ইরানের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি সই হওয়ার পর এ ঘোষণা দেন তিনি। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গেও বিষয়টি নিয়ে কথা বলেন মোদি। প্রধানমন্ত্রী মোদি বলেন, পাকিস্তান-ইরান সীমান্তে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চাবাহার বন্দর উন্নয়নে ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে ভারত।
পাকিস্তানের ভূখণ্ড এড়িয়ে ভারতীয় পণ্য আফগানিস্তানে পাঠাতে এ বন্দর ব্যবহার করা হবে। গত রোববার দুইদিনের সফরে তেহরানে আসেন মোদি। সোমবার রাতেই তিনি দেশে ফিরেছেন। ভারতের প্রধানমন্ত্রী বলেন, চাবাহার বন্দর উন্নয়ন ও অবকাঠামো তৈরির জন্য ভারতের ৫০০ মিলিয়ন ডলারের দ্বিপক্ষীয় চুক্তিতে পৌঁছানো একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
ভারতের বিনিয়োগকে স্বাগত জানিয়েছে রুহানি বলেছেন, চাবাহার বন্দরে ভারতের প্রবেশে দুই মহান দেশ ইরান ও ভারতের মধ্যে সহযোগিতার একটি বড় নিদর্শনে পরিণত হতে পারে।