উত্তর কোরিয়ার উপর যৌথভাবে চাপ বৃদ্ধি করার জন্য নতুন দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট মুন জে-ইন আহবান জানানোর জন্য প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা। জাপান সংসদের উচ্চকক্ষের একটি কমিটি সভায় মি. কিশিদা এই মন্তব্য করেন। মি. মুন আভাষ দিয়েছেন, উত্তর কোরিয়ার প্রতি তিনি আরও বেশি সৌহার্দ্যপূর্ণ দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে চান।
উত্তর কোরিয়ার উস্কানি মোকাবেলায় মি. কিশিদা জাপান এবং দক্ষিণ কোরিয়ার মধ্যকার সহযোগিতার পাশাপাশি জাপান, যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে পারষ্পরিক সহযোগিতার প্রয়োজনের উপর জোর দেন। তিনি বলেন, পিয়াং ইয়াংকে উস্কানিমুলক কার্যক্রম থেকে বিরত রাখতে শুধুমাত্র সংলাপের জন্য সংলাপ হবে অর্থহীন। তিনি বলেন, অর্থপূর্ণ সংলাপের জন্য, উত্তর কোরিয়াকে অবশ্যই সত্যিকার আন্তরিকতা প্রদর্শন করতে হবে এবং পরমাণু অস্ত্র মুক্তকরণের জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে।
মি. কিশিদা বলেন, উত্তর কোরিয়ার উপর একটি সমন্বিত চাপ সৃষ্টির জন্য সংশ্লিষ্ট দেশগুলো জাতিসংঘসহ বিভিন্ন কাঠামোর মাধ্যমে পারষ্পরিক সহযোগিতা অব্যাহত রেখেছে।
সূত্র: এনএইচকে ওয়ার্ল্ড বাংলা