দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট মুন জেইন উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন।
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর প্রেসিডেন্ট হিসেবে তিনি প্রথম জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে বসেন। তিনি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের এই ঘটনাকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের স্পষ্ট লঙ্ঘনের পাশাপাশি কোরীয় উপদ্বীপ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি এবং নিরাপত্তার প্রতি একটি গুরুতর হুমকি হিসেবে অভিহিত করেন।
মি. মুন পররাষ্ট্রমন্ত্রী ইয়ুন বিয়োনসে এবং সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রীদের যুক্তরাষ্ট্র, অন্যান্য মিত্র এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে যৌথভাবে এ সম্পর্কিত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য নির্দেশনা দেন। মি. মুন আরও বলেন, উত্তর কোরিয়ার সাথে আলোচনা সম্ভব কিন্তু পিয়াং ইয়াং এর উসকানিসমূহ তার প্রশাসন দৃঢ়তার সাথে মোকাবেলা করবে যাতে পরিস্থিতি বিবেচনায় দেশটির যেন ভুল না হয়, সেটি নিশ্চিত করা যায়।