জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইওশিহিদে সুগা বলেছেন, রবিবার উত্তর কোরিয়া সম্ভবত একটি নতুন ধরণের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ক্ষেপণাস্ত্রটি আনুমানিক ৩০ মিনিট ধরে উড়ে যায় এবং ২ হাজার কিলোমিটারের অধিক উচ্চতায় পৌঁছাতে সক্ষম হয়। মিঃ সুগা বলেন, সরকার সম্পর্কযুক্ত তথ্যাদি সতর্কতা সহকারে বিশ্লেষণ করছে। তবে তিনি এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানাতে রাজি হননি। মিঃ সুগা বলেন, সরকার নজরদারীর উচ্চ মাত্রা বজায় রেখে, এ ব্যাপারে যা যা করা দরকার সব করছে। জাপানের লোকেদের জীবন ও সম্পত্তি রক্ষা করা যে সরকারের সবচেয়ে বড় দায়িত্ব, তিনি সে ব্যাপারে জোর দেন।
মিঃ সুগা বলেন, উত্তর কোরিয়ার ওপর চাপ বৃদ্ধির জন্য জাপান সরকার যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও সম্পর্কযুক্ত অন্যান্য দেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে। পিয়ংইয়াংয়ের সাথে সংলাপ প্রসঙ্গে মিঃ সুগা বলেন, সরকার নিজের স্বার্থেই এখন এতে বিরত থাকবে।
তিনি বলেন, সমাধানের চেষ্টা এগিয়ে চলে, সেরকম পরিবেশ সৃষ্টি করাই এখন গুরুত্বপূর্ণ।