মার্কিন যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ সামরিক কর্মকর্তা বলেন যে উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপনাস্ত্র উৎক্ষেপন থেকে দেখা যায় যে দেশটির কাছে এখন যুক্তরাষ্ট্রে আঘাত চালানোর মত সক্ষমতা থাকলেও প্রয়োজনীয় পরিচালনা প্রযুক্তির অভাব রয়েছে। জয়েন্ট চিফ অব স্টাফের ভাইস চেয়ারম্যান জেনারেল পল সেলভা গতকাল সিনেট কমিটির এক শুনানীতে স্বাক্ষ্য প্রদান করেন।
উত্তর কোরিয়া জানিয়েছে যে চলতি মাসের ৪ তারিখে তারা প্রথম আন্তঃ মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্রের সফল পরীক্ষা চালায়। মিঃ সেলভা বলেন যে ক্ষেপনাস্ত্রের পাল্লার দিক থেকে বিবেচনা করলে দেশটি নিশ্চিত ভাবে যুক্তরাষ্ট্রকে আঘাত হানার সার্মথ্য লাভ করেছে। তবে তা করতে হলে যে ধরনের পরিচালনা ও নিয়ন্ত্রণের প্রয়োজন রয়েছে সেই যোগ্যতা দেশটি এখনো প্রদর্শন করে নি।
পরিচালনা প্রযুক্তির নির্ভুলতা উত্তর কোরিয়া বৃদ্ধি করতে পারে উল্লেখ করে তিনি সতর্কতা ব্যক্ত করেন। মার্কিন সামরিক বাহিনী দেশটির উপর নজরদারী জোরদার করে নেবে বলে তিনি আরও আভাস দেন। মিঃ সেলভা ব্যাখ্যা করে বলেন যে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র উৎক্ষেপনের লক্ষণগুলো শনাক্ত করা ক্রমশ কঠিন হয়ে উঠছে কেননা ক্ষেপনাস্ত্র ব্যবস্থার কার্যকলাপ গোপন রাখতে দেশটির সামর্থ্য ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।
যুক্তরাষ্ট্র তাদের ক্ষেপনাস্ত্র প্রতিরোধ ক্ষমতা উন্নয়ন অব্যাহত রাখবে বলে তিনি জোরের সাথে জানান।
সূত্র: এনএইচকে ওয়ার্ল্ড বাংলা