জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা, কোরীয় উপদ্বীপে যেকোনো ধরণের আকস্মিকতার বিষয়ে সরকার পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন। মিঃ কিশিদা হিরোশিমায় সাংবাদিকদের কাছে, উত্তর কোরিয়ায় দেশটির প্রতিষ্ঠাতা কিম ইল সুংএর ১০৫তম জন্ম বার্ষিকী উদযাপনের মধ্যে উক্ত মন্তব্য করেন। তিনি, উত্তর কোরিয়া হুমকির এক নতুন পর্যায়ে পৌঁছেছে উল্লেখ করে এমাসে দেশটি বিভিন্ন দিবস উদযাপন করায় এসময়ের মধ্যে কোন এক ধরণের পদক্ষেপ গ্রহণের সম্ভাবনা রয়েছে বলে জানান।
মিঃ কিশিদা, দক্ষিণ কোরিয়া ভ্রমণকারী জাপানীদের সর্ব সাম্প্রতিক তথ্য অবহিত করতে এবং জরুরি পরিস্থিতিতে তাঁদের দেশে ফেরা নিশ্চিত করতে সরকার দেশটিতে জাপানী নাগরিকদের একটি সমিতির সঙ্গে কাজ করছে বলে জানান। উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ায় আনুমানিক ৬০ হাজার জাপানী নাগরিকের বসবাস রয়েছে।