জাপানের সরকার উত্তর কোরিয়ার উপর চলমান একতরফা নিষেধাজ্ঞা আরও দু’বছরের জন্য বাড়াতে যাচ্ছে, আগামী মাসে সেটির মেয়াদ পূর্ণ হওয়ার কথা। এর মধ্যে রয়েছে, উত্তর কোরিয়ার সাথে বাণিজ্যের ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা এবং উত্তর কোরিয়ার বন্দরে যে সব জাহাজ ভেড়ে, সেসব জাহাজের জাপানের বন্দরে প্রবেশের উপর নিষেধাজ্ঞা।
উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষা এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রেক্ষাপটে, গত ডিসেম্বরে উত্তর কোরিয়ার উপর নিষেধাজ্ঞা কড়াকড়ি করার সিদ্ধান্ত নেয় জাপান। উত্তর কোরিয়া প্ররোচনামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে। মার্চের ৬ তারিখ পিয়ং ইয়ং ৪টি ব্যালিষ্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। তার মধ্যে ৩টি জাপানের নিবিড় অর্থনৈতিক অঞ্চলে পতিত হয় বলে ধারণা করা হয়।