দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী, আজ বিকেলে উত্তর কোরিয়া দেশের পশ্চিমাঞ্চলীয় দক্ষিণ পিয়ংগান প্রদেশ থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বলে জানিয়েছে। সামরিক বাহিনীর কর্মকর্তারা, ক্ষেপণাস্ত্রটি পূর্ব অভিমুখে প্রায় ৫শ কিলোমিটার উড়ে গিয়ে জাপান সাগরে পতিত হয় বলে জানান। তাঁরা, ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ সম্পর্কিত তথ্য সংগ্রহ করছেন।
সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম, এটি আন্তঃ মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিলনা বলে জানায়। উল্লেখ্য, উত্তর কোরিয়া মাত্র এক সপ্তাহ আগে দেশের উত্তর পশ্চিমাঞ্চলীয় পিয়ংগান পুকদো প্রদেশ থেকে মাঝারি পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এটি, প্রায় ৩০ মিনিট উড্ডয়নের পর প্রায় ৮শ কিলোমিটার দূরে জাপান সাগরে পতিত হয়। জাপানের চীফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়াসুহিদে সুগা সাংবাদিকদের কাছে বলেন যে, ধারণা করা হচ্ছে ক্ষেপণাস্ত্রটি উত্তর কোরিয়ার পশ্চিম উপকূল থেকে জাপান সময় বিকেল ৪টা ৫৯ মিনিটে নিক্ষেপ করা হয় এবং এটি জাপান সাগরে পতিত হয়।