জাপানের সংবাদপত্র কিওডোর প্রতিবেদনে তুলে ধরা হয় সম্ভবত বুধবার আরো ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। দেশটির পশ্চিমে উওনসেনে তারা এ পরীক্ষা করে। কিন্তু তা ব্যর্থ হয়ে যায়। ঠিক কী ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে সে বিষয়ে নিশ্চিত জানাতে পারেনি জাপানি এ সংবাদমাধ্যম। খবর রয়টার্সের। জাপানের চিফ কেবিনেট সেক্রেটারি ইওশোহিদে সুগা জানান, উত্তর কোরিয়া এ বিষয়ে কিছু আনুষ্ঠানিকভাবে জানায়নি। জাপানে তারা সম্ভবত হামলার পরিকল্পনা করছে এবং আভ্যন্তরীণ তথ্য সংগ্রহ করছে।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার তথ্য নিশ্চিত হওয়ার চেষ্টা করছে। মার্চের শুরুতে উত্তর কোরিয়া চারটি ক্ষেপণাস্ত্র জাপানের উত্তর পশ্চিম উপকূলে নিক্ষেপ করে। এতে জাপান ও দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার পরদিন এ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।