উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সৎভাই কিম জং নামের লাশ পিয়ংইয়ং পাঠাচ্ছে মালয়েশিয়া। পিয়ংইয়ংয়ের সাথে আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্তে আসে মালয়েশিয়া। বৃহস্পতিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক বলেছেন, কুয়ালালামপুর বিমানবন্দরে নিহত কিম নামের লাশ উত্তর কোরিয়ায় পাঠিয়ে দেওয়া হবে। প্রধানমন্ত্রী নাজিব রাজাক তার সেই বিবৃতিতে বলেন, নিহতের লাশ ময়নাতদন্ত এবং তার দেহাবশেষ উত্তর কোরিয়ায় ফেরত পাঠানোর অনুরোধ সম্বলিত তার পরিবারের পক্ষ থেকে একটি চিঠি পাওয়ার পর লাশ পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, উত্তর কোরিয়ায় অবস্থানরত নয় মালয়েশীয় নাগরিকদের দেশে ফেরার অনুমতি দেওয়া হবে। ১৩ ফেব্রুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে উত্তর কোরীয় নেতা কিম জং উনের সৎ ভাই কিম জং নামকে বিষপ্রয়োগে হত্যা করা হয়।
কিম জং নাম এবং কিম জং উন দুজনই সাবেক উত্তর কোরিয় নেতা কিম জং ইলের সন্তান। কিন্তু তাদের জন্ম ভিন্ন ভিন্ন মায়ের গর্ভে। কিম জং নাম তার ফুফা জ্যাং সং থায়েকের ঘনিষ্ঠ ছিলেন বলে মনে করা হয়ে থাকে। ২০১৩ সালে কিম জং উনের নির্দেশে সং থায়েকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সূত্র: বিবিসি