জাপান ও চীনের শীর্ষ কূটনীতিকরা চলতি সপ্তাহে উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। চীনা স্টেট কাউন্সিলর ইয়াং জেচি সোমবার ৩-দিনের সফরে জাপান এসে পৌঁছেছেন। সোমবার সকালে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের আগেই এই সফরের আয়োজন করা হয়। ইয়াং, জাপানের পররাস্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা এবং জাতীয় নিরাপত্তা দপ্তরের প্রধান শোতারো ইয়াচি’র সঙ্গে সাক্ষাৎ করবেন।
কিশিদা সোমবার সাংবাদিকদের বলেন, তিনি ইয়াং-এর সঙ্গে উত্তর কোরিয়া সমস্যার বিস্তারিত বিষয়ে আলোচনা করার আশা করছেন। তিনি বলেন, উত্তর কোরিয়ার ওপর চাপ সৃষ্টির ক্ষেত্রে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং চলতি বছর আগের দু’টি বৈঠকে তিনি দেশটির পররাস্ট্রমন্ত্রীকে এই মনোভাব জানিয়েছেন।
সূত্র: এনএইচকে ওয়ার্ল্ড বাংলা