দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট মুন জে-ইন পরিস্থিতির ওপর ভিত্তি করে উত্তর কোরিয়া সফরের আভাষ দিয়েছেন। বুধবার বিকেলে জনগণের উদ্দেশ্যে প্রকাশিত এক বিবৃতিতে মিস্টার মুন বলেন, এ নির্বাচনে কেউ বিজয়ী বা বিজিত হননি; তিনি একটি নতুন দক্ষিণ কোরিয়া গড়ে তোলার লক্ষ্যে জনগণের সবাইকে একে অন্যের অংশীদার হিসেবে আখ্যায়িত করেন।
দেশে উদারপন্থী এবং রক্ষণশীলদের মধ্যকার স্থবির রাজনীতির পরিবর্তন ঘটাতে তার আগ্রহের প্রতি তিনি গুরুত্বারোপ করেন। মিস্টার মুন বলেন, চলমান নিরাপত্তা হুমকি থেকে শিগগিরই পরিত্রাণ পেতে তিনি কাজ করবেন। তিনি কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার আগ্রহও ব্যক্ত করেন। এ লক্ষ্যে তিনি ওয়াশিংটন সফর করবেন এমনকি প্রয়োজন হলে টোকিও বা বেইজিংও সফর করবেন। তিনি বলেন, এই উপদ্বীপে শান্তির ভিত্তি স্থাপনে সহায়তা করতে সম্ভব সব কিছু তিনি করবেন।