১২ অক্টোবর, বৃহস্পতিবার ব্লুমফন্টেইনে একমাত্র ওয়ানডে শিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা একাদশ। শুরুতে ব্যাট করতে নামে টাইগাররা। বিশ্রাম থেকে ফিরেই সাকিবের ব্যাটে ঝড় শুরু হয়েছিলো যেন। ৬৮ রান করে টিমকে এগিয়ে নেয়। সাব্বিরও ব্যক্তিগতভাবে ৫২ রান করেন। কিন্তু শেষ পর্যন্ত ৪৮ ওভার ১ বলে সবগুলো উইকেটের বিনিময়ে ২৫৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে দ. আফ্রিকা ৪৬.৩ ওভারে ২৫৭ রান তুলে নেয় মাত্র ৪ উইকেট হারিয়ে। বিজয়ীদের পক্ষে সর্বোচ্চ ৮২ রান সংগ্রহ করে ম্যাচ সেরা হন মার্করাম।
