ফ্রান্সের উত্তরাঞ্চলের নরম্যান্ডির একটি চার্চে জিম্মি করার ঘটনায় একজন নিহত হয়েছেন। মঙ্গলবার স্ট্যানডোফ চার্চে বেশকয়েকজন মানুষকে জিম্মি করেন দু’জন অস্ত্রধারী হামলাকারি। এতে এক জিম্মি নিহত হন। নিহত ব্যক্তি চার্চের ধর্মযাজক ছিলেন বলে গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। পুলিশের বরাতে সিএনএন জানায়, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। চার্চে একজন ধর্মযাজক এবং দুজন নানসহ বেশ কয়েকজন প্রার্থনাকারী ছিলেন।
জিম্মিকারিরা জীবিত নাকি মৃত অবস্থায় পুলিশের কাছে আছে তা এখনও জানায়নি অঞ্চলটির নিরাপত্তাবাহিনী। ডমিনিক মিচোত নামে এক প্রত্যক্ষদর্শী সিএনএন-কে জানান, তিনি ওই চার্চের পাশেই কাজ করেন। স্থানীয় সময় সকাল ১০টার দিকে চার্চটিতে বেশকয়েকটি গোলাগুলির শব্দ শোনেন। এরপর নিরাপত্তাবাহিনী চার্চটি ঘিরে ফেলে।
কর্তৃপক্ষ জানায়, ঘটনাস্থলে আসার জন্য ইতোমধ্যেই প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ এবং স্বরাষ্ট্রমন্ত্রী বার্নাড কাজানুভ রওয়ানা হয়েছেন। ফ্রান্সের নিসে হামলার পর জরুরি অবস্থার মধ্যেই দেশটিতে আবার এমন হামলার ঘটনা ঘটল।