বিখ্যাত ইলদিজ প্রাসাদে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান জাপান রাজকুমারী আকিকোকে অভ্যর্থনা জানিয়েছেন। খবর তুর্কি গণমাধ্যম ডেইলি সাবাহর। রোববার ইস্তাম্বুল শহরে এরদোগান এ আতিথেয়তা জানান।
এরদোগান ও রাজকুমারী দেড় ঘণ্টাব্যাপী বৈঠক করেন এবং শেষে তারা ফটোসেশনে অংশ নেন।
তুরস্কের সাকিব সাবান্সি জাদুঘরে রাজপুত্র মিকাসা ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে অংশ নিতে রাজকুমারী আকিকো তুরস্কে গিয়েছেন।
তুরস্কে অবস্থিত জাপানি দূতাবাস জানিয়েছে, রাজকুমারী শুক্রবার পর্যন্ত দেশটিতে থাকতে ইচ্ছা প্রকাশ করেছেন।
বিবৃতিতে আরও বলা হয়, আকিকো তুরস্ক সফরে রাজধানী আঙ্কারা, ইস্তাম্বুল ও আনাতোলিয়া প্রদেশ ভ্রমণ করবেন।
Check Also
১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া
জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …