অনেকের চোখে তাই শনিবার শুরু হতে যাওয়া সিরিজে বাংলাদেশই এগিয়ে। কিন্তু বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলছেন ভিন্ন কথা। টাইগার অধিনায়ক সব বিবেচনা করে বলছেন, সিরিজটা মোটেও সহজ হবে না। সেই সঙ্গে মনে করিয়ে দিয়েছেন, দেশের বাইরে খেলাটা যে সবসময়ই কঠিন এই সত্যটাও।
রানগিরি ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচটি মাঠে গড়াবে দুপুর তিনটায়। শুক্রবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে সিরিজ নিয়ে মাশরাফি বলেন, ‘এই মূহুর্তে ওদের দলে বেশ কয়েকজন তরুণ খেলোয়াড় আছে। এক সময় আমাদের দলেও ছিল। যারা এখন অভিজ্ঞ হয়েছে। কাজটা তাই সহজ হবে না।’
কিন্তু দুই দলের ম্যাচে তাহলে কাকে এগিয়ে রাখছেন মাশরাফি। টাইগার অধিনায়ক অবশ্য উত্তরটা সরাসরি দিলেন না। বরং মাশরাফি বললেন নিউজিল্যান্ড সিরিজ থেকে বিদেশের মাটিতে কঠিন পরীক্ষার কথা। মাশরাফি বলেন, ‘সাম্প্রতিক সময়ে আমরা বাংলাদেশে ভালো খেলেছি। কিন্তু নিউজিল্যান্ড থেকে আমাদের অন্য চ্যালেঞ্জ শুরু হয়েছে। সেখানে আমরা পারিনি। এখানে আমাদের জন্য আলাদা চ্যালেঞ্জ। দেশের বাইরে খেলা আসলে সব সময়ই কঠিন।’