কঙ্গোর কেন্দ্রীয় প্রদেশ কাসাইয়ে মিলিশিয়া যোদ্ধাদের অতর্কিত গুপ্ত হামলায় ৪০ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। তাদের সবাইকে শিরশ্ছেদ করে হত্যা করা হয়। পুলিশের ওই বহরে কামউইনা নাসাপু নামের একটি দলের যোদ্ধারা হামলা চায় বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। কাসাই অ্যাসেম্বলি প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া কালাম্বা বিবিসিকে জানান, ৬ জন পুলিশ সদস্য স্থানীয় শিলুবা ভাষায় কথা বলতে পারায় তাদেরকে ছেড়ে দেয়া হয়। বাকি সবাইকে হত্যা করে হামলাকারীরা।
গত আগস্টে কঙ্গোর নিরাপত্তা বাহিনীর হাতে কামউইনা নাসাপু’র নেতা জ্যঁ-পিয়েরে পান্ডি নিহত হলে কাসাইয়ে অস্থিরতা শুরু হয়। জাতিসংঘের তথ্য অনুসারে, তখন থেকে এখন পর্যন্ত ওই প্রদেশে ৪শ’ মানুষ নিহত এবং ২ লাখেরও বেশি ঘরহারা হয়েছে। তারই ধারাবাহিকতায় হওয়া এবারের হামলায় শিকাপা ও কানাঙ্গা অঞ্চলের মাঝে টহলরত পুলিশের বহরটিকে টার্গেট করা হয়।
কাসাই প্রদেশের গভর্নর অ্যালেক্সিস নাকান্দে মাইয়োপম্পা জানিয়েছেন, এই হামলার ঘটনায় তদন্তকাজ শুরু হয়েছে।