বৃহস্পতিবার ভোরে দিল্লির একটি হাসপাতালে বিশিষ্ট ভারতীয় সাংবাদিক ও মানবাধিকার কর্মী কুলদীপ নায়ার মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। ভারতের স্থানীয় সময় একটায় নয়াদিল্লির লোধি রোডের শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে দ্য হিন্দুর খবরে জানানো হয়। কুলদীপ নায়ারের জন্ম ১৯২৩ সালে, অবিভক্ত পাঞ্জাবের শিয়ালকোটে। তার বাবা নামকরা চিকিৎসক ছিলেন। সেই সুবাদে স্থানীয় হিন্দু-মুসলিম ও শিখদের অত্যন্ত প্রিয় ছিলেন। কুলদীপ নায়ার আইনে স্নাতক হয়েও সাংবাদিকতায় কর্মজীবন শুরু করেন। সাক্ষী হয়েছেন বিভিন্ন ঐতিহাসিক মুহূর্ত ও ঘটনার। পরবর্তী সময়ে নিজেকে বহুমাত্রিক পরিচয়ে বিস্তৃত করেন।
Check Also
১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া
জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …