আজ মাদ্রিদের আঞ্চলিক আদালতে কর ফাঁকি মামলার শুনানিতে হাজির হবেন জুভেন্টাস ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো। আজ কাঠগড়ায় থাকছেন রোনালদোর সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ জাবি আলোনসোও। যদিও দুজনের মামলা ও শুনানির বেঞ্চ আলাদা।
২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত রিয়াল মাদ্রিদে খেলেছেন রোনালদো। সে সময় ২০১১ থেকে ২০১২ সালের মধ্যে মোট চারবার তিনি কর ফাঁকি দিয়েছেন। এতেই তার বিরুদ্ধে মামলা হয়। এ মামলায় তার ১ কোটি ৮৮ লাখ ইউরো (১ কোটি ৬৪ লাখ পাউন্ড) জরিমানা ও দুই বছরের স্থগিত কারাবাস হতে পারে। যদিও এ ঝামেলা থেকে মুক্তি পেতে স্প্যানিশ কর কর্তৃপক্ষের সঙ্গে মামলাটি ‘মিটমাট’ করে ফেলতে রাজি হয়েছিলেন তিনি। তবে কর্তৃপক্ষের অনীহায় তিনি সফল হননি। এরই মধ্যে মামলার শুনানি এসে পড়ল।
তিন তিনবার কর ফাঁকি দেয়ায় কৌঁসুলিরা আলোনসোর পাঁচ বছরের জেল ও ২০ লাখ ইউরো জরিমানার আবেদন করেছেন।
আজ শিয়েভোর বিপক্ষে লিগ ম্যাচ খেলতে নামবেন রোনালদো। ম্যাচ শেষ করেই উঠবেন মাদ্রিদগামী বিমানে। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী ফুটবলারের বিরুদ্ধে অভিযোগ, ২০১১ থেকে ২০১৪ সালের মধ্যবর্তী সময়ে ছবিস্বত্ব থেকে অর্জিত ১ কোটি ৩০ লাখ পাউন্ড আয় গোপন করতে চেয়েছেন তিনি। ২০১৭ সালের জুনে ১ কোটি ২০ লাখ পাউন্ড দিয়ে মিটমাট করতে চেয়েও পারেননি। বিবিসি