নবনির্বাচিত ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রন এর দপ্তর থেকে জানানো হয়েছে তিনি কাতার ও তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে কাজ করতে আগ্রহী। খবর আল জাজিরার। ফরাসী প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রন জানান তিনি কাতারের আমির, সৌদি রাজা, তুর্কি প্রেসিডেন্ট ও আবুধাবীর ক্রাউন প্রিন্সের সাথে বেশ কয়েকবার ফোনালাপ করেছেন। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রী জ্যাঁ ভে ল দ্রায়ান সোমবার কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা করার কথা রয়েছে।
গত ৫ জুন সৌদি আরবের নেতৃত্বে মিসর, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। পরে সম্পর্ক ছিন্নের এই তালিকায় যোগ দেয়, লিবিয়া, ইয়েমেন, জর্ডান ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালদ্বীপ। দেশগুলো কাতারের বিরুদ্ধে জঙ্গিবাদে সমর্থন ও অর্থায়নের অভিযোগ করেছে। তবে কাতার সেই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। কূটনৈতিক সম্পর্ক ছিন্নের পর কাতারের জন্য আকাশ, স্থল ও সমুদ্র সীমা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে প্রতিবেশী রাষ্ট্রগুলো। একইসঙ্গে কাতার থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন তাদের নাগরিকদের ১৪ দিনের মধ্যে নিজ দেশে ফেরার নির্দেশ দিয়েছে। এছাড়া এসব দেশ থেকে একই সময়ের মধ্যে কাতারি নাগরিকদেরও ফিরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।