আজ রাঙামাটির কাপ্তাই হ্রদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের পুরাতন বাস স্টেশন এলাকায় রাঙামাটি রিজিয়ন ও জেলা প্রশাসন এ বাইচ প্রতিযোগিতার আয়োজন করে।
বিভিন্ন স্থান থেকে আগত ১৫টি সাম্পান তিনটি দলে বিভক্ত হয়ে এ প্রতিযোগিতায় অংশ নেয়। বাস স্টেশন এলাকায় কয়েক হাজার দর্শক নৌকা বাইচ প্রতিযোগিতা দেখে আনন্দ উপভোগ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা সংরক্ষিত আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু।
আরো উপস্থিত ছিলেন, রাঙামাটি রিজিয়ন কমান্ডার গোলাম ফারুক, জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি মাধ্যমে প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দলের চ্যাম্পিয়নদের মধ্যে নগদ টাকা ও ক্রেস্ট বিতরণ করা হয়।
ঢাকা।
সূত্র: বাংলানিউজ