আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে বোমা বিস্ফোরণে এক এমপিসহ আরও অন্তত তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। খবরে বলা হয়, এমপি শের ওয়ালি ওয়ারদাক তার বাড়ির বাইরে বোমা হামলায় আহত হন। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। হামলার দায় কেউ স্বীকার করেনি।
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র সেদিক সেদ্দিকি বলেছেন, ওয়ালি বাড়ি থেকে বের হওয়ার সময় দেওয়ালে লাগানো বৈদ্যুতিক বাক্সে লুকানো বোমা বিস্ফোরণ ঘটে। তিনি বলেন, “এটি টাইমার সেট করা একটি বোমাও হতে পারে কিংবা দূর নিয়ন্ত্রিত বোমাও হতে পারে। ওয়ালির ৫ দেহরক্ষীসহ ১১ জন এ বোমা বিস্ফোরণে আহত হয়েছে।”
তালেবান জঙ্গিরা কাবুলের দক্ষিণে একটি আদালত চত্বরে হামলায় ৭ জন নিহত হওয়ার ঘটনার কয়েক ঘন্টা পরই এমপি ওয়ালির বাড়িতে এ হামলা হয়।