Breaking News

কূটনীতিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর চা-চক্র আজ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ  বিজয়ের মাধ্যমে সরকার গঠনের পর আজ প্রথমবারের মতো ঢাকাস্থ বিদেশী দূতাবাসগুলোর রাষ্ট্রদূত, হাইকমিশনার ও মিশনপ্রধানদের সঙ্গে চা-চক্রে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, টানা তৃতীয়বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। নতুন সরকার গঠনের পর সব পক্ষের সঙ্গে চা-চক্রে বসছেন তিনি। এরই অংশ হিসেবে আজ বেলা সাড়ে ৩টায় গণভবনে ঢাকাস্থ সব রাষ্ট্রদূত, হাইকমিশনার ও মিশনপ্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও চা-চক্র অনুষ্ঠিত হবে।

 

About admin

Check Also

Gratis hardcoreporn filmer smoking – watch free porn online mature milf

Sex Asiatiske kjrlighet dating site asiatiske dating nettsteder toronto Her beskrives alt webcam sex live …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *