জেমস কেমির বহিষ্কার ঘটনার পর এফবিআই’র প্রধানের বর্তমান দায়িত্ব পালন করছেন অ্যান্ড্রু ম্যাককাবে। বৃহস্পতিবার মার্কিন সিনেটের তদন্ত কমিটিকে বলেন, তিনি যা জানেন সবই জানাবেন, কোন কিছুই গোপন রাখতে চান না তিনি। নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার যোগসাজশ নিয়ে তদন্ত করছে এফবিআই। সেই কাজে হোয়াইট হাউস কোন ধরনের প্রভাব খাটানোর চেষ্টা করেছে কি না, মার্কিন সেনেটের তদন্ত কমিটি তাঁর কাছে জানতে চেয়েছিলেন। তিনি কমিটির সামনে হাজির হয়ে বলেন,‘‘আমি যা জানি, তাই জানাব। কোনও কিছু গোপন করা বা এড়িয়ে যাওয়ার প্রশ্ন ওঠে না। তবে এইটুকু বলতে পারি হোয়াইট হাউস এফবিআইয়ের ওই তদন্তে এখনও পর্যন্ত নাক গলায়নি।”
তদন্ত কমিটি যখন তাঁকে জিজ্ঞাসা করে কথা বলতে রাজি আছে কিনা, তিনি তখন তিনি বলেন বলেন,‘‘কেন বলব না, নিশ্চয়ই সব বলব। কোন কিছুই গোপন করব না। কথাটা হল কী জানেন স্যর, মার্কিন সংবিধানের সম্মান রক্ষায় এবং যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা যা যা করণীয়, এফবিআইয়ের কর্মীরা সব সময়েই আন্তরিকভাবে করে যান’ কয়েক দিন আগেই প্রেসিডেন্ট ট্রাম্প এফবিআইয়ের প্রধানের পদ থেকে সরিয়ে দিয়েছেন জেমস কোমিকে। তাঁর স্থলে এখন দায়িত্ব পালন করছেন ম্যাককাবে। একই দিন তিনি জেমস কমি সম্পর্কে বলেন, “তাঁর বিদায়ে এফবিআই’র তদন্ত কাজ বাধাগ্রস্থ হবে না”।
সূত্র: বিবিসি