মার্কিন নৌ বাহিনীর প্রশান্ত মহাসাগরীয় কম্যান্ড জানিয়েছে, আজ তারা উত্তর কোরিয়ার একটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সনাক্ত করেছে। প্যাসিফিক কম্যান্ডের ধারণা, উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে ওনসান শহরের নিকটবর্তী এক জায়গা থেকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়, এবং সেটি ৬ মিনিট আকাশে থাকার পর জাপান সাগরে গিয়ে পড়ে। হোয়াইট হাউসের একজন মুখোপাত্র সাংবাদিকদের বলেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনাটির কথা মার্কিন সরকারও স্বীকার করেছে।
তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প’কে এ বিষয়ে অবহিত করা হয়েছে এবং মার্কিন কর্তৃপক্ষ পরিস্থিতি খুঁটিয়ে বিচার করছে। ইতিমধ্যে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউ এস এস রোনাল্ড রেগান’কে পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে । এই রণতরি, কোরীয় উপদ্বীপের কাছে সাগরে অবস্থানরত আরেকটি মার্কিন বিমানবাহী রণতরি ইউ এস এস কার্ল ভিনসনের সাথে মিলে একটি যৌথ মহড়ায় অংশ নেবে।
কোরীয় উপদ্বীপের কাছে জাপান সাগরে দুটি মার্কিন বিমানবাহী রণতরিকে সংশ্লিষ্ট ক’রে যৌথ মহড়া নজিরবিহীন ঘটনা। ধারণা করা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে হুঁশিয়ার ক’রে দেওয়ার একটি উপায় হিসেবে মহড়াটিকে ব্যবহার করতে চায়।
সূত্র: এনএইচকে ওয়ার্ল্ড বাংলা