ব্যক্তি মালিকানার পৃথিবীকে বদলে দিয়ে সামাজিক মালিকানার পৃথিবী গড়ে তুলুন এই ডাকে ১৭ নভেম্বর বিকেল ৪ টায় চট্টগ্রাম শহীদ মিনার প্রাঙ্গনে “অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব শতবর্ষ উদযাপন পরিষদ”, চট্টগ্রাম জেলার উদ্যোগে বর্ণাঢ্য লাল পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন একুশে পদকজয়ী সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবুল মোমেন। সমাবেশে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যপক সিরাজুল ইসলাম চৌধুরী, রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম, জোনায়েদ সাকি, শুভ্রাংশু চক্রবর্তী, রাজেকুজ্জামান রতন, নাসিরুদ্দিন নাসু ও অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব শতবর্ষ উদযাপন পরিষদ, চট্টগ্রাম জেলার সদস্য সচিব কানাই দাস।
বক্তারা বলেন, রুশ বিপ্লব সোভিয়েতভুক্তু দেশের নর-নারী, শিশু, বৃদ্ধ, কৃষক-শ্রমিক সকলের মৌল মানবিক অধিকারের নিশ্চয়তা দিতে পেরেছিল। চীন, ভিয়েতনাম, কিউবা, আলজেরিয়াসহ দুনিয়ার বহু দেশেই রুপ বিপ্লবের দ্বারা অনুপ্রাণিত হয়ে তাদের দেশেও বিপ্লব করেছিলো।
বক্তরা, অক্টোবর বিপ্লবের চেতনার উজ্জীবিত হয়ে বাংলাদেশে সাম্য, মানবিক মযার্দা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ঐক্যবদ্ধ লড়াই গড়ে তোলার আহ্বান জানান।
সমাবেশের পূর্বে হাজার হাজার মানুষ চট্টগ্রাম লালদীঘির পাড় থেকে সুসজ্জিত বর্ণাঢ্য এক লাল পতাকা মিছিল নিয়ে নগরীর বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে সমাবেশে মিলিত হয়।
১৭ নভেম্বর, ২০১৭
ঢাকা।
প্রতিবেদক/গোলাম মুস্তাফা