ঢাকা ডেস্ক: রমজানের চাঁদ দেখা যাওয়ায় মঙ্গলবার থেকে রোজা শুরু করবেন বাংলাদেশের মুসলমানরা। দেশের বিভিন্ন জায়গায় চাঁদ দেখা যাওয়ার পর সোমবার চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ ঘোষণা দেন ধর্মমন্ত্রী মতিউর রহমান। অর্থাৎ সোমবার ভোররাতে সেহরি খেয়ে রোজা রাখা শুরু করবেন মসুলমানরা। মঙ্গলবার হবে প্রথম রোজা। সেই হিসাবে ২ জুলাই দিবাগত রাতে লাইলাতুল কদর।
রমজান মাসে বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা ভোররাতে খেয়ে পরদিন সূর্যাস্ত পর্যন্ত সংযম পালন করবেন। মাস শেষে উদযাপিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ-উল ফিতর। প্রথম রোজায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সেহেরির শেষ সময় সোমবার রাত ৩টা ৩৮ মিনিট এবং ইফতার মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪৮ মিনিট।
সোমবার রাতেই এশার নামাজের পর মসজিদে মসজিদে শুরু হবে তারাবির নামাজ।