বুধবার ভোর ৪টা ১০ মিনিটের দিকে জিলিনের চোয়াং টাউনশিপের নার্সিং হোমটিতে আগুন লাগে বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া। আগুন লাগার ১৭ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়, কিন্তু এরমধ্যেই সাতজন মারা যান। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে তা পরিষ্কার হওয়া যায়নি।
নার্সিং হোমটি থেকে আরো ৩২ বাসিন্দাকে উদ্ধার করেছেন দমকল কর্মীরা। ২০১৫ সালে দেশটির হেনান প্রদেশে একটি বৃদ্ধাশ্রমে আগুন লেগে ৩৮ জনের মৃত্যু হয়েছিল। এই নিয়ে দেশব্যাপী বিতর্কের মুখে দুর্ঘটনা প্রতিরোধে আশু ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষগুলোকে নির্দেশ দিয়েছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং