ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন সম্প্রতি বাংলাদেশে জঙ্গি হামলা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। বৃহস্পতিবার বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেনাপোল ও পেট্রাপোল সমন্বিত চেকপোস্টের উদ্বোধন করেন। এরপরই মোদি তার বক্তব্যে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে একথা বলেন।
মোদি বলেন, বাংলাদেশের জঙ্গি হামলার ঘটনা এবং যেভাবে জঙ্গিরা সাধারণ মানুষ ও পুরোহিতদের ওপর অত্যাচার করেছে তাতে আমি ও ভারতের জনগণ খুবই কষ্ট পেয়েছি। তিনি বলেন, ভারতবাসীর পক্ষ থেকে এ ঘটনায় সমবেদনা জানাই। এরকম কঠিন পরীক্ষার সময় ভারত বাংলাদেশের নাগরিকদের পাশেই আছে। পুরো ভারত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে দাঁড়িয়েছে। ঠিক এরকম কঠিন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে এটি মোকাবেলা করা হয়েছে, তাতে আমি, আমরা হৃদয় থেকে ধন্যবাদ জানাই। আপনার নেতৃত্ব এ এলাকার জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।
মোদি বলেন, জঙ্গি দমনে ভারতের পুরো সমর্থন রয়েছে। আপনারা নিজেকে একা মনে করবেন না। ভারত সবসময় পাশে আছে। ভারত-বাংলাদেশের শুধু উন্নয়নে নয়, সবরকম যাত্রায় দুই দেশের জনগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। এ সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও তার কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন।