জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, ২০১৮ সালের মধ্যে বিশ্বজুড়ে দারিদ্র এবং ক্ষুধা মোকাবিলায় জাপান ১ শ কোটি ডলার ব্যয় করবে। সোমবার জাতিসংঘের একটি ফোরামে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা সম্পর্কিত এক বক্তব্যে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক জাপানের দৃষ্টিভঙ্গি হল একটি নানামুখী এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠা করা, যেখানে কেউই উপেক্ষিত থাকবেন না।
মি. কিশিদা আরও বলেন, নাগরিক সমাজ, বেসরকারি সংস্থা ও সরকার সহ এ সংশ্লিষ্ট নানা পক্ষের প্রজ্ঞা বা অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশে এবং বিদেশেও এ বিষয়ে সুনির্দিষ্ট উদ্যোগ নিবে জাপান। সিরিয়ায় ক্ষতিগ্রস্ত স্কুলসমূহ পুন:নির্মাণ এবং দেশের অভ্যন্তরে বাস্তুচ্যুত ব্যক্তিদের শিক্ষিত করে তুলতে জাতিসংঘের সাতটি সংস্থার সাথে জাপান কিভাবে সমন্বয় করে যাচ্ছে, বক্তব্যে সে বিষয়টিও মি. কিশিদা ব্যাখ্যা করেন।
সূত্র: এনএইচকে ওয়ার্ল্ড বাংলা