পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ বিষয়ক জাতিসংঘ বৈঠকের চেয়ারপার্সন বলেছেন, আইনী বাধ্যবাধকতা আরোপকারী একটি চুক্তি মানবজাতির সুরক্ষায় পরমাণু অস্ত্র বিলোপে রাজনৈতিক ইচ্ছার বহিঃপ্রকাশ হিসেবে কাজ করবে। কোস্টা রিকার রাষ্ট্রদূত এলেইন হোয়াইট গোমেয গতকাল এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। ৩ দিন আগে এ বৈঠক শুরু হওয়ার পর থেকে আয়োজিত এটিই প্রথম সংবাদ সম্মেলন।
তিনি বলেন, নিউ ইয়র্কে আয়োজিত এ বৈঠকে ১১৫টিরও বেশি দেশ অংশগ্রহণ করছে, এবং এতে গঠনমূলক আলোচনা চলছে। মিজ হোয়াইট বলেন, একটি চুক্তি সম্পন্ন হলে তা ভয় এবং হুমকি ভিত্তিক ২০ শতকের জাতীয় নিরাপত্তা নীতির পরিবর্তন করবে।
প্রধান পরমাণু পরাশক্তি এবং জাপানসহ মার্কিন পরমাণু ছত্রছায়াধীন দেশগুলো এ বৈঠকে অংশগ্রহণ করছে না। বৈঠকটির সভাপতি তাদের এতে অংশগ্রহণের জোর আহ্বান জানিয়ে বলেন, এর দরজা খোলা রয়েছে। বৈঠকটি চলবে শুক্রবার পর্যন্ত। এর উদ্দেশ্য হল এ বছরে একটি চুক্তি সম্পন্ন করা।