ইউনেস্কোর একটি কমিটি পারষ্পরিকভাবে সংশ্লিষ্ট জাপানের কিছু প্রাচীন গুরুত্বপূর্ণ নিদর্শন বা স্থানকে সংস্থাটির বিশ্ব ঐতিহ্যের তালিকায় নিবন্ধন করার সিদ্ধান্ত নিয়েছে। পবিত্র দ্বীপ ওকিনোশিমা সহ পশ্চিম জাপানের ফুকুওকা জেলার মুনাকাতা অঞ্চলের আরও সাতটি সংশ্লিষ্ট এলাকাকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্তির জন্য বাছাই করা হয়েছে।
ওকিনোশিমা দ্বীপটিতে ৪র্থ এবং ৯ম শতকের মধ্যবর্তী কালে জাপান এবং পূর্ব এশিয়ার অন্যান্য অঞ্চলে নিরাপদ ভ্রমণের জন্য ধর্মীয় স্থাপনা এবং সংশ্লিষ্ট অলংকারাদি সংরক্ষিত আছে।
সূত্র: এনএইচকে ওয়ার্ল্ড বাংলা