জাপানের জাতীয় নিরাপত্তা আইনের আওতায় দেশটির প্রশান্ত মহাসাগরীয় উপকূল দিয়ে তাদের নৌ-আত্মরক্ষা বাহিনীর একটি ডেস্ট্রয়ার একটি মার্কিন সরবরাহ জাহাজকে প্রহরা দেয়ার দায়িত্ব শুরু করেছে।
নিশ্চিত করা হয়েছে যে, হেলিকপ্টারবাহী জাহাজ ইযুমো সোমবার টোকিও’র কাছে চিবা জেলার উপকূলে মার্কিন সরবরাহ জাহাজের সঙ্গে যোগ দিয়েছে। ইযুমো সকালে টোকিও’র দক্ষিণে ইয়োকোসুকায় সেটির ঘাঁটি ত্যাগ করে। ইযুমো ভিন্ন পথে যাওয়ার আগে মঙ্গলবার মার্কিন জাহাজটিকে শিকোকু দ্বীপের উপকূলে প্রহরা দিতে পারে। জাহাজটি দক্ষিণ-পূর্ব এশিয়ার দিকে যাত্রা অব্যাহত রাখবে বলে ধারণা করা হচ্ছে।
মার্কিন জাহাজটি কোরীয় উপদ্বীপের আশেপাশের জলসীমার দিকে যাবে এবং উত্তর কোরিয়ার কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রহরায় নিয়োজিত মার্কিন নৌ-বাহিনীর জাহাজগুলোতে জ্বালানি সরবরাহ করবে বলে ধারণা করা হচ্ছে। গতবছর মার্চে কার্যকর নতুন নিরাপত্তা আইনে আত্মরক্ষা বাহিনী জাপানের প্রতিরক্ষা কাজে নিয়োজিত মার্কিন যুদ্ধ-জাহাজকে প্রহরা দিতে পারবে। এই প্রথমবারের মত এরূপ দায়িত্ব পালন করা হল।
নৌ-আত্মরক্ষা বাহিনী শনিবার পর্যন্ত ইউএসএস কার্ল ভিনসনের নেতৃত্বে বিমানবাহী জঙ্গি জাহাজ গ্রুপের সঙ্গে যৌথ মহড়ায় অংশ নেয়।
সূত্র: এনএইচকে ওয়ার্ল্ড বাংলা