জাপান অর্থনৈতিক সংকটের সময় আসিয়ানের সদস্য দেশগুলোকে ৪ লক্ষ কোটি ইয়েন, বা প্রায় ৩ হাজার ৫ শ’ কোটি মার্কিন ডলার পর্যন্ত তহবিল প্রদানের দ্বিপাক্ষিক মুদ্রা বিনিময় ব্যবস্থা সৃষ্টির প্রস্তাব করেছে। এ লেনদেন ডলার বা ইয়েন যেকোন মুদ্রাতেই হতে পারে। প্রস্তাবটি আজ টোকিওর নিকটবর্তী ইয়োকোহামা শহরে অনুষ্ঠিত জাপান এবং আসিয়ানের সদস্য ১০টি দেশের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের প্রধানদের এক বৈঠকে উত্থাপন করা হয়। জাপানের প্রতিনিধিত্ব করেন অর্থমন্ত্রী তারো আসো এবং ব্যাংক অব জাপানের গভর্নর হারুহিকো কুরোদা।
বর্তমানে আসিয়ানের সদস্য কিছু দেশের সাথে জাপানের ডলারে দ্বিপাক্ষিক মুদ্রা বিনিময় ব্যবস্থা কার্যকর রয়েছে। নতুন এ প্রস্তাবের উদ্দেশ্য হল অর্থনৈতিক সংকট প্রশমনের জন্য বিদ্যমান ব্যবস্থাটিতে ইয়েন তহবিল অন্তর্ভুক্ত করা। কিছু বিশ্লেষকের মতে, মার্কিন যুক্তরাষ্ট্র সুদের হার বৃদ্ধি করতে থাকলে উদীয়মান দেশগুলো আবারও নগদ অর্থের বহির্গমনের মুখোমুখি হতে পারে।
নতুন ব্যবস্থাটির মাধ্যমে জাপান ১৯৯৭ সালের এশীয় মুদ্রা সংকটের মত ঘটনার পুনরাবৃত্তি রোধের লক্ষ্যে আসিয়ানের সদস্য দেশগুলোর সাথে অর্থিক সহযোগিতাকে আরও শক্তিশালী করতে চাচ্ছে। এছাড়া এ প্রস্তাবের আরেকটি উদ্দেশ্য হল আসিয়ানের সদস্য দেশগুলোতে জাপানি মুদ্রার উপস্থিতি বৃদ্ধি করা। উল্লেখ্য, চীন এশিয়ার দেশগুলোর সাথে তাদের মুদ্রা ইয়ুয়ান প্রদানের চুক্তি স্বাক্ষর করেছে।