রাশিয়ার একটি কোম্পানি দক্ষিণ কোরিয়ার একটি নির্মাণ প্রতিষ্ঠানের সাথে রুশ দখলাধীন চারটি দ্বীপের একটিতে কাজ করছে। সবগুলো দ্বীপের মালিকানা জাপান দাবী করে আসছে রাশিয়ার দূরপ্রাচ্যের সাখালিন ভিত্তিক কোম্পানি গিদ্রোস্ত্রয় দ্বীপগুলোতে মৎস্য ও নির্মাণ ব্যবসা পরিচালনা করছে।
কোম্পানি কর্মকর্তা ও অন্যান্য সূত্রসমূহ বলছে, কর্মীরা এমাসের শুরুতে শিকোতান দ্বীপের একটি বন্দরে ভাসমান জেটি স্থাপন করে। সাখালিনের গভর্নর ওলেগ কোঝেমিয়াকো এন এইচ কে’কে বলেছেন, যে কোন জায়গাতেই উন্নয়নের জন্য বিনিয়োগ দরকার। জাপান সরকার বলে আসছে যে তৃতীয় কোন দেশের কোম্পানি কিংবা অন্য কোন সংগঠনের দ্বীপগুলোতে অর্থনৈতিক কর্মকাণ্ড চালানো জাপান কখনও মেনে নেবে না।
সূত্র: এনএইচকে ওয়ার্ল্ড বাংলা