জাপানের সংসদ সন্ত্রাসী হামলার মত মারাত্মক অপরাধের পরিকল্পনাকে অপরাধমূলক কর্মকাণ্ড হিসেবে চিহ্নিত করার একটি বিল কার্যকর করেছে। সংসদের উচ্চ কক্ষ আজ সকালে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং কোমেই পার্টি ও সেই সাথে নিপ্পন ইশিন দল এবং অন্যান্য আইন প্রণেতাদের সমর্থন নিয়ে সংখ্যাগরিষ্ঠ ভোটে বিলটিকে আইনে পরিণত করার জন্য পাশ করিয়ে নিয়েছে।
সন্ত্রাসী হামলার ষড়যন্ত্র ও অন্যান্য সংঘবদ্ধ অপরাধ ব্যর্থ করে দেয়া হচ্ছে এই আইনের লক্ষ্য। নতুন আইন মারাত্মক অপরাধের পরিকল্পনা করার সময় অর্থ সংগ্রহ কিংবা সামগ্রী জোগাড় করা সহ বিভিন্ন তৎপরতাকে অপরাধমূলক কর্মকাণ্ড হিসেবে চিহ্নিত করছে। ছিনতাই থেকে মাদক চোরাচালান পর্যন্ত মারাত্মক অপরাধের ষড়যন্ত্রে জড়িত থাকা প্রমাণিত হলে যে কোন দলের সকল সদস্যকে এই আইনের মাধ্যমে সাজা দেয়া যাবে।
সূত্র: এনএইচকে ওয়ার্ল্ড বাংলা