জাপানের বেকারত্বের হার গত ফেব্রুয়ারিতে ২.৮ শতাংশে নেমে এসেছে। ২২ বছরের মধ্যে এটিই সর্বনিম্ন বেকারত্বের হার। অভ্যন্তরীণ বিষয়াদি বিষয়ক মন্ত্রণালয় আজ জানায়, ফেব্রুয়ারিতে ৬ কোটি ৪২ লক্ষেরও বেশি লোকের কর্মসংস্থান ছিল, যা পূর্ববর্তী বছরের চেয়ে ৫ লক্ষ ১০ হাজার জন বেশি। এর মাধ্যমে পরপর ৫০ মাসের মত জাপানের কর্মসংস্থান পূর্ববর্তী মাসের তুলনায় বৃদ্ধি পেল।
বেকারের সংখ্যা ২ লক্ষ ৫০ হাজার জন কমে ১৯ লক্ষতে নেমে আসে। এর মাধ্যমে পরপর ৮১ মাসের মত এ সংখ্যা হ্রাস পেল। পর্যায়ক্রমে সমন্বিত এই ২.৮ শতাংশ বেকারত্বের হার জানুয়ারি থেকে ০.২ শতাংশ কম।
মন্ত্রণালয় কর্মকর্তারা জানান, জাপানের কর্মসংস্থানের অবস্থা ক্রমশ উন্নত হচ্ছে, কারণ শ্রমের ঘাটতির কারণে অনেক লোক কাজ খুঁজে পাচ্ছেন। শ্রম মন্ত্রণালয় জানায়, চাকুরির খোলা পদ এবং আবেদনকারীর সংখ্যার অনুপাত জানুয়ারি থেকে ১.৪৩ এ অপরিবর্তিত ছিল।
এর অর্থ হল, প্রতি ১০০ জন চাকুরিপ্রার্থীর জন্য ১৪৩টি পদ খোলা ছিল।