জাপানের স্থল আত্মরক্ষা বাহিনী এবং মার্কিন মেরিন বাহিনী গত বৃহস্পতিবার এ যৌথ মহড়া শুরু করেছে। এতে এ পর্যন্ত কোনো ওসপ্রে বিমান অংশ নেয়নি।
৫ই আগষ্ট অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলে একটি ওসপ্রে বিমান বিধ্বস্ত হওয়ার পর জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে দেশের ভেতরে ওসপ্রে উড্ডয়ন থেকে বিরত রাখার আহ্বান জানিয়েছিল।
এ দুর্ঘটনায়, জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওকিনাওয়ার মার্কিন মেরিন সেনা ফুতেনমা বিমান ঘাঁটির তিন ক্রু সদস্য প্রাণ হারান।
তাই নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগের কথা বিবেচনা করে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ওসপ্রে বিমানগুলোকে ঘাঁটির ভেতরে মোতায়েন করে রাখার জন্য মার্কিন সামরিক বাহিনীকে অনুরোধ জানিয়েছিল। গত শুক্রবার মন্ত্রণালয়টি আবার এ বিমানের উড্ডয়ন শুরুর বিষয়ে একমত হয় এবং মঙ্গলবার ঘোষণা দেয় যে, শুক্রবার থেকে ওই যৌথ মহড়ায় ওসপ্রে বিমান অংশগ্রহণ করবে।