জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে, তাঁর সরকার উচ্চ সতর্কতা বজায় রাখার পাশাপাশি জাপানীদের নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সবকিছু করবে বলে জানিয়েছেন। মিঃ আবে, জাতীয় নিরাপত্তা পরিষদে মন্ত্রীদের বৈঠক শেষে সাংবাদিকদের কাছে উক্ত মন্তব্য করেন।
মিঃ আবে, উত্তর কোরিয়া পুনরায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যেটি জাপানের একান্ত অর্থনৈতিক এলাকায় পতিত হয় বলে জানান। তিনি বলেন যে, উত্তর কোরিয়া আরও একবার আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র প্রতিবাদ ও হুঁশিয়ারি উপেক্ষা করেছে। মিঃ আবে, উত্তর কোরিয়ার পরপর আইসিবিএম শ্রেণীর ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পদক্ষেপ থেকে জাপানের নিরাপত্তার জন্য মারাত্মক এবং সত্যিকারের হুমকি সৃষ্টির বিষয় প্রতীয়মান হয় বলে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী জানান যে, সরকার উত্তর কোরিয়ার কাছে তীব্র প্রতিবাদ জানানোর পাশাপাশি সবচেয়ে শক্তিশালী ভাষায় এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের নিন্দা জানায়।
সূত্র: এনএইচকে ওয়ার্ল্ড বাংলা