জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে সোমবার সকাল সাড়ে সাতটার কিছুক্ষণ পর অফিসে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের দেয়া বার বার হুঁশিয়ারির প্রতি উত্তর কোরিয়ার অবজ্ঞা এবং দেশটির ধারাবাহিক উস্কানিমূলক কর্মকাণ্ড জাপান একেবারেই মেনে নিতে পারছে না।
মিস্টার আবে বলেন, উত্তর কোরিয়ার উৎক্ষেপণের বিরুদ্ধে তার সরকার কড়া প্রতিবাদ জানিয়েছে। তিনি আরও বলেন, সাম্প্রতিককালে গ্রুপ সেভেন দেশগুলোর শীর্ষ সম্মেলনে নিশ্চিত হওয়ার প্রেক্ষাপটে উত্তর কোরিয়ার বিষয়টি বর্তমানে সর্বোচ্চ অগ্রাধিকার। মিস্টার আবে বলেন, উত্তর কোরিয়ার এসব কর্মকাণ্ড বাধা দিতে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করার লক্ষ্যে জাপান যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে।
তিনি বলেন, জাপান জনগণের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে দক্ষিণ কোরিয়াসহ অন্যান্য দেশের সঙ্গে দেশটির সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।
সূত্র: এনএইচকে ওয়ার্ল্ড বাংলা