জাপান এবং চীনের প্রধান রাজনীতিকরা, অবিলম্বে জাপান, চীন ও দক্ষিণ কোরিয়ার শীর্ষ নেতাদের নিয়ে টোকিওতে একটি শীর্ষ সম্মেলন আয়োজনের গুরুত্বের বিষয়ে মতৈক্যে পৌঁছেছেন।
বেইজিংএ, জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব তোশিহিরো নিকাই ও চীনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী তাং জিয়া শুয়ান এক বৈঠকে মিলিত হন। উল্লেখ্য মিঃ তাং, চীন জাপান মৈত্রী সমিতির চেয়ারম্যানের দায়িত্বে নিয়োজিত রয়েছেন। মিঃ নিকাই, চীনের আঞ্চলিক অর্থনৈতিক উদ্যোগ ওয়ান বেল্ট, ওয়ান রোড বিষয়ক একটি আন্তর্জাতিক ফোরামে অংশ নিতে বর্তমানে চীনের রাজধানীতে অবস্থান করছেন।
মিঃ তাং, দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট মুন জেইনের অভিষেকের পর জাপান চলতি বছর একটি ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনের আয়োজন করতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি, আলোচনা অনুষ্ঠান জাপান ও চীনের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নের জন্য সহায়ক হবে বলেও উল্লেখ করেন। এর জবাবে মিঃ নিকাই, জাপান দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নের জন্য এই সুযোগ কাজে লাগানোর ইচ্ছা পোষণ করে বলে জানান।
মিঃ তাং, ওয়ান বেল্ট, ওয়ান রোড ফোরামের গুরুত্বের উপর জোর দেন। তিনি, বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা সম্পর্ক জোরদার হওয়া থেকে জাপান ও বৈশ্বিক অর্থনীতি লাভবান হতে পারে বলে মন্তব্য করেন। সরকারী সূত্রগুলো, চীন সফরের শেষ দিন আগামী মঙ্গলবার চীনের প্রেসিডেন্ট শি জিন পিংএর সঙ্গে মিঃ নিকাইয়ের বৈঠকের আয়োজন করা হয়েছে বলে জানায়।