Breaking News

জাপান-বাংলাদেশ প্রেস ক্লাব নভেম্বর মাসের প্রেস ট্যুর সম্পন্ন করেছে।

গেল রোববার ২৪ নভেম্বর ২০১৮ জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলের প্রিফেকচার সিজুউকাতে প্রেস ট্যুর সম্পন্ন করেছে। ক্লাবের দশ জন সদস্য নিয়ে তারা এই সফরটি করেন। টোকিও আকাবানে থেকে সিজুউকার পথে রওনা হয়। সেখানে তারা সিজুউকা ব্রডকাস্টিং সেন্টার, তারো প্রত্নতাত্ত্বিক সাইট, নাম্বো দাই উদ্যান পরিদর্শন করেন। সেখানে বেঙ্গল কিচেন নামক বাংলাদেশী একটি রেস্তোরাতে দুপুরের খাবার শেষে তারা সন্ধ্যায় বর্তমান জাপান সরকারের ক্ষমতাশীন দলের সদস্য এবং মেম্বার অব দি হাউজ অব রিপ্রেজেন্টিটিভ ইয়োশওি মোচিযুকির সাথে এক বিশেষ সভা করেন তার অফিসে। সভাটি পরিচালনা করেন প্রেস ক্লাবের কার্যকরী সদস্য নিয়াজ আহমেদ জুয়েল। সভাতে প্রেস ক্লাবের বর্তমান কর্মকাণ্ড এবং ভবিষৎ পরিকল্পনা তুলে ধরেন প্রবীর বিকাশ সরকার। সেসময় প্রেস ক্লাবের উপদেষ্টা ড আরশাদ উল্লাহ্‌, সাধারণ সম্পাদক পি. আর. প্লাসিড, সাংগঠনিক সম্পাদক গোলাম মাসুম জিকো, যুগ্ম সাংগঠনিক সম্পাদক এমডি শওকত হোসেন, অর্থ সম্পাদক আবুল মনসুর জুয়েল চৌধুরী, প্রচার সম্পাদক আবদুল্লাহ আল মামুন, শহিদুল হক, থাইও প্লাসিড প্রমুখ উপস্থিত ছিলেন। সভা শেষে ক্লাবের সাধারণ পি. আর. প্লাসিড সম্পাদিত হিরোশিমা নো খোয়ে যার বাংলা অর্থ  হিরোশিমা কথা বলে (বাংলা- জাপানি দুই ভাষায়) একটি বই সংসদ সদস্যকে উপহার দেন। উলেক্ষ্য গত অক্টোবর মাসের ২১ তারিখ তারা টোকিও শহীদ মিনার এবং সুভাস বোসের দেহ অংশবিশেষ সংরক্ষিত বৌদ্ধ মন্দির পরিদর্শন করেন প্রথম প্রেস ট্যুরের অংশ।
প্রেস ক্লাবের সভাপতি প্রবীর বিকাশ সরকার জানান জাপান প্রবাসী সাংবাদিক লেখকদের দক্ষতা বৃদ্ধিতে এধরনের শিক্ষা মূলক সফর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিয়মিত এধরনের সফরের আয়োজন করবে প্রেস ক্লাব।

 

About admin

Check Also

১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া

জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *