দৃশ্যত চীনকে মোকাবেলার অংশ হিসেবে জাপান, যুক্তরাষ্ট্র, ভারতের নৌবাহিনী সম্প্রতি ভারত মহাসাগরে একটি যৌথ সামরিক মহড়ার আয়োজন করে।সপ্তাহব্যাপী এই সামরিক অনুশীলনে দেশগুলোর মোট ১৮টি যুদ্ধজাহাজ অংশ নেয়। গতকাল অনুশীলনের শেষ দিনে ঐ সামরিক তৎপরতার কিছু অংশ দেখার জন্য গণমাধ্যম কর্মীদের আমন্ত্রণ জানানো হয়।
যুক্তরাষ্ট্রের রিয়ার এডমিরাল উইলিয়াম বাইরন ভারত মহাসাগরকে সংশ্লিষ্ট দেশত্রয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ অঞ্চল বলে বর্ণনা করেন। তিনি বলেন, এই মহড়ার মধ্য দিয়ে ত্রিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার হয়েছে। মূলত ঐ অঞ্চলে চীনের নৌ-তৎপরতা অব্যাহতভাবে বেড়ে চলার প্রেক্ষাপটে সাম্প্রতিক এই মহড়াটি অনুষ্ঠিত হল। উল্লেখ্য, সম্প্রতি চীনা কিছু ডুবোজাহাজ শ্রীলংকা বন্দরে ভিড়েছে এবং পাকিস্তানের একটি বন্দর উন্নয়ন প্রকল্পেও দেশটি বেশ কিছুদিন ধরে কাজ করে যাচ্ছে।
সূত্র: এনএইচকে ওয়ার্ল্ড বাংলা