ঢাকা ডেস্ক: জি-সেভেন আউটরিচ মিটিং উপলক্ষে জাপানে চার দিনের সফর শেষে দেশের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টোকিওর স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে হানেদা বিমানবন্দর ত্যাগ করে।
জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা ও জাপানের রাষ্ট্রাচার প্রধান কাওরু শিমাজাকি বিমানবন্দরে শেখ হাসিনাকে বিদায় জানান। শেখ হাসিনা ও তার সফরসঙ্গীরা বৃহস্পতিবার সন্ধ্যায় জাপানের নাগোয়ায় পৌঁছান। পরদিন সেখানে তিনি যোগ দেন জি-সেভেন আউটরিচ মিটিংয়ে।