উত্তর কোরিয়া সম্প্রতি জাপান সাগরে একসঙ্গে চারটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোয় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।
মঙ্গলবার রাতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে উত্তর কোরিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবের লংঘন করেছে। বাংলাদেশ এনপিটি ও সিটিবিটির একটি স্বাক্ষরকারী দেশ হিসেবে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বলপ্রয়োগের বিপক্ষে এবং সাধারণ ও সম্পূর্ণ নিরস্ত্রীকরণের পক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে বদ্ধপরিকর।
বিবৃতিতে আঞ্চলিক ও তার বাইরে শান্তি ও স্থিতিশীলতার ওপর বিরূপ প্রভাব পড়ে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানায় বাংলাদেশ।
সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ৩৬ মিনিটে উত্তর কোরিয়া জাপান সাগরের দিকে চারটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে এক হাজার কিলোমিটার পাড়ি দিয়ে তিনটি ক্ষেপণাস্ত্র জাপানের বিশেষ অর্থনৈতিক এলাকা বা ইইজেডে পড়েছে বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনযো অ্যাবে।
কোরিয় উপদ্বীপে আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার চলমান যৌথ সামরিক মহড়া বন্ধ করা না হলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে বলে গত শুক্রবার হুঁশিয়ার করে দিয়েছিল পিয়ংইয়ং। প্রতি বছর ওয়াশিংটন ও সিউলের মধ্যকার এ মহড়াকে উত্তর কোরিয়া তার ওপর হামলার প্রস্তুতি বলে মনে করে।
সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়া নিজের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির ব্যাপক উন্নয়ন ঘটিয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে মার্কিন সাম্রাজ্যবাদবিরোধী দেশটি।
সূত্রঃ পার্সটুডে